শুক্রবার, ২৫ জুন, ২০১০

ইন্টারনেট এ বাংলা দেখতে সমস্যা ?


উইন্ডোজ এক্সপিতে বাংলা ব্যবহারের জন্য Vrinda নামে একটা ডিফল্ট ফন্ট দেওয়া থাকে। কিন্তু এই ফন্টটা বাংলা লেখা সুন্দরভাবে দেখাতে পারে না। এর ফলে উইন্ডোজে ইংরেজী লেখার পাশে বাংলা লেখাকে খুব বাজেভাবে দেখা যায়। অনেক থার্ডপার্টি ইউনিকোড ফন্ট আছে যা বাংলা লেখা খুব সুন্দরভাবে দেখায়(যেমন:SolaimanLipi ফন্ট)। কিন্তু সমস্যা হল উইন্ডোজে বৃন্দার পরিবর্তে অন্য ফন্টকে ডিফল্ট করার কোন অপশন রাখা হয়নি। এই সমস্যটার সমাধানের জন্যই বানানো হয়েছে Font Fixer। Font Fixer দিয়ে আপনি এক ক্লিকেই উইন্ডোজের ডিফল্ট বাংলা ফন্ট পরিবর্তন করতে পারবেন। বর্তমানে এর ১.০.৫ ভার্শনটি আছে।
এটি ডাউনলোড করতে
পারবেন VistaArc এর ওয়েবসাইট থেকে।
এরপরঃ
প্রথমে
SolaimanLipi ফন্টটি ডাউনলোড করে নিন
ডাউনলোড করতে
click here লেখায় ক্লিক করুন।
এরপর Start Menu -> (Settings) -> Control Panel -> Fonts ফোল্ডারে পেস্ট করুন। এবার Font Fixer চালু করুন। Choose a Font from the list এ SolaimanLipi সিলেক্ট করুন Enable Font Smoothing এবং Set as IE Default for Bengali তে টিক চিহ্ন দিন Fix It বাটনে ক্লিক করুন কম্পিউটার রিস্টার্ট করতে বলবে Yes ক্লিক করুন কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর দেখুন বাংলা লেখা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে
সূত্রঃ http://cae.com.bd/

1 টি মন্তব্য: